সিল মারলাম না, ইতা আবার কিতার ভোট?

জেলা, জাতীয়

নূর আহমদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 23:11:23

সিলেট: ‘খালি একটা মিশিনও চাপ দিলাম, এতোই নাকি ভোট দিয়া অইয়া গেল। সিল মারলাম না, ইতা আবার কিতার ভোটরে বা (বাবা)?’

সোমবার (৩০ জুলাই) সকালে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইবিএম এ ভোট দিয়ে বেরিয়ে এসে এমন অনুভূতি জানালেন ফিরোজা বেগম।

সিলেট নগরীর ৪ নাম্বার ওয়ার্ডের ভোটার ফিরোজা বেগম। বয়স প্রায় ৭০ বছর। ছেলের হাত ধরে ভোট দিতে এসেছেন তিনি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ৪ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে ইভিএম সিস্টেমে ভোটগ্রহণ করা হচ্ছে। এরমধ্যে আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ফিরোজা বেগম। তার মতে ভোট দিয়ে তিনি তৃপ্তি পাননি। ফিরোজা বেগম বলেন ‘সিল মারলাম না, ইতা আবার কিতার ভোট'?

প্রসঙ্গত, সোমবার (৩০ জুলাই) সকাল ৮টায় সিলেট সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটগ্রহণে ১৩৪টি কেন্দ্রে ১৩৪ জন প্রিসাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন।

এ সম্পর্কিত আরও খবর