সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থার উন্নতি হয়নি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:02:51

সিঙ্গাপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

সোমবার (৯ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ছাড়া অন্য কোনো দেশে এখনও পর্যন্ত বাংলাদেশিদের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। করোনাভাইরাসে আক্রান্ত আরেক প্রবাসী বাংলাদেশি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

মীরজাদী সেব্রিনা বলেন, দিল্লিতে উহান থেকে আসা ২৩ বাংলাদেশি নাগরিক শহর থেকে ৪০ কিলোমিটার দূরে একটি কোয়ারান্টিনে আছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

এ সম্পর্কিত আরও খবর