সিলেটে প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 10:21:36

সিলেট: সিলেট সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের শাহজালাল জামেয়া ইসলামিয়া ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। 
 
কাউন্সিলর প্রার্থী ফয়জুল হক দবির হোসেনের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। তবে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি।
 
সোমবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টায় কাউন্সিলর প্রার্থী দবির হোসেন ভোটকেন্দ্রে প্রবেশ করলে বাধা দেন অপর কাউন্সিলর প্রার্থী ফয়জুল হক। এর জের ধরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
প্রসঙ্গত, সোমবার (৩০ জুলাই) সকাল ৮টায় সিলেট সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটগ্রহণে ১৩৪টি কেন্দ্রে ১৩৪ জন প্রিসাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। 

এ সম্পর্কিত আরও খবর