বিমানবন্দর সড়কে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:37:31

ঢাকা: বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সড়কটি যানচলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৩০ জুলাই) সকাল ৯ টার দিক থেকে তারা অবস্থান নেবার চেষ্টা করলেও পুলিশের বাঁধার মুখে তা সম্ভব হয়নি।

এরপর বেলা ১০ টা ৩০ দিকে তারা নিজ কলেজের সামনের (এমইএস চত্বর) রাস্তায় মানববন্ধনে দাঁড়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তারা বিচার চাই, বিচার চাই-বলে স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে তাদের সঙ্গে একত্মতা প্রকাশ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

রাশেদ নামে এক শিক্ষার্থী বলেন, সুষ্ঠ বিচারের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবো। তদন্ত না বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ এই এলাকা ছাড়বো না।

এদিকে বিক্ষোভস্থলে পুলিশ, র‌্যাব, ডিবি এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

জলকামান নিয়ে পুলিশ রাস্তায় প্রবেশ করতে চাইলে ছাত্রদের প্রতিবাদের মুখে তা সম্ভব হয়নি।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার হোসেন বলেন, গুরত্ব এই সড়ক বেশি সময় বন্ধ রাখা ঠিক হবে না। আমরা চেষ্টা করছি অনন্ত রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য।

এ সম্পর্কিত আরও খবর