সিলেটে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের গাড়ি আটকে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাই-টেক পার্কের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় মন্ত্রীর গাড়ি আটকে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবি জানায় শ্রমিকরা। পরে মন্ত্রী ইমরান আহমদ গাড়ি থেকে নেমে শ্রমিকদের এ বিষয়ে দ্রুত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জে ৩টি পাথর কোয়ারি রয়েছে। সেগুলো হলো- ভোলাগঞ্জ, শাহ আরফিন ও উৎমা। আদালতের আদেশে সিলেটের সবগুলো পাথর কোয়ারি সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে কোম্পানীগঞ্জে ‘প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান।