কোটা সংস্কার: রাশেদসহ ৬ জনের জামিনের আবেদন

জেলা, জাতীয়

কোর্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 10:07:22

 

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সময় ভিসির বাড়ি ভাংচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ ৬ জনের জামিনের আবেদন করেছেন তাদের আইনজীবীরা।

সোমাবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে জামিনের আবেদন করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, জাহিদুর রহমান। বিচারক শুনানীর জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন।

জামিন আবেদন করা অপর আসামিরা হলেন, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, জসিম উদ্দিন, মশিউর রহমান ও সোহেল।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে একটি মামলা দায়ের মামলা করেন। আর আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেয়। ওই ঘটনায় শাহবাগ থানা তিনটি মামলা করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর