বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের চালান রসিদ দেখাতে না পারায় চার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নগরীর ফলপট্টি, জেলা পরিষদ মার্কেট ও হাজী মহসীন মার্কেটে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
তিনি জানান, দোকানিরা প্রতি মাস্কে ২০ থেকে ২৫ ভাগের বেশি মুনাফা করতে পারবেন না। অভিযানে বেশি দামে সার্জিক্যাল মাস্ক বিক্রি ও পণ্যের চালান রসিদ দেখাতে না পারায় রাজা মিয়া নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার, সাইদুর রহমানকে পাঁচ হাজার, ফজলুর রহমানকে পাঁচ হাজার ও পারভেজকে ২০ হাজারসহ মোট ৩৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।