করোনাভাইরাসের কারণে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১টায় নগরের একটি হোটেলে সম্মেলন স্থগিত হাওয়ার কথা জানান জেলা জাতীয় পার্টির আহবায়ক এটিইউ তাজ রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন রাজনৈতিক দল খোলা আকাশে সভা-সমাবেশ থেকে বিরত রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে সকল জেলা ও উপজেলা সম্মেলন স্থগিত করা হয়েছে। তাই ১৪ মার্চের সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। দেশের সার্বিক অবস্থার উন্নতি হলে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
তিনি বলেন, সম্প্রতি সিলেটের কিছু ব্যক্তি তৃণমূল জাতীয় পার্টি দাবি করে একাধিক সংবাদ সম্মেলন করেছেন। এদের অনেকেই এলডিপি ও জাতীয় পার্টি কাজী জাফরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১১ সালে হোসেন মোহাম্মদ এরশাদ দল থেকে তাদের বহিষ্কার করেছিলেন। এদের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।