খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১১ মার্চ) দুপুরে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা চেম্বার অব কমার্স এ মেলার আয়োজন করেছে।
বিগত বছরগুলোতে খুলনা সার্কিট হাউজের মাঠে এ মেলার আয়োজন করা হলেও এবার নগরীর সোনাডাঙ্গায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, ভারতীয় সহকারী হাই-কমিশনার আর কে রায়না, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির ও চেম্বার সভাপতি কাজি আমিনুল হক প্রমুখ।
একদিকে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এর মধ্যে খুলনায় শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে জনমনে গুঞ্জন শুরু হয়েছে।
মেলার আয়োজক মেসার্স চামেলী ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. রাসেল জানান, দেশের বিভিন্ন স্থানে প্রায় ২৫টির বেশি মেলা হচ্ছে। কোনো খানেই করোনার কারণে সমস্যা হচ্ছেনা। আশা করি খুলনাতেও কোনো সমস্যা হবে না। তবুও মেলার প্রধান ফটকের সামনে একটি থার্মাল স্ক্যানার বসানোর বিষয়টি চিন্তাভাবনা চলছে।