সিলেটে ভোটকেন্দ্রে ভোটার নেই

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-06-24 08:20:02

সিলেট: দুপুর পার হতে না হতেই সিলেট নগরীতে আতঙ্ক বহুগুণ বেড়ে গেছে। এ কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমে গেছে। অনেকেই ভোট দিতে এসে দেখতে পাচ্ছে তার ভোট দেয়া হয়ে গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের ফোন করে কর্মকর্তাদের অপেক্ষা করতে দেখা গেছে।

শাহজালাল জামেয়া সেন্টারের ভোটার লক্ষ্মী রাণী বলেন, ‘ভোট দিতে এসেছিলাম, না দিতে পেরে চলে যাচ্ছি। আমি আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে এসেছিলাম। সেও ভোট দিতে পারেনি।’

২৪ নম্বর ওয়ার্ডের ভোটার নাহিদ রহমান জানান, স্ত্রীকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে দেখেন কে বা কারা তাদের ভোট দিয়ে দিয়েছে।

কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আসিফ আয়মান জানান, তার কেন্দ্রে ৫০
ভাগ ভোট পড়েছে। বাইরে দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। ১৩৪টি কেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি সেন্টারে মারামারি হয়েছে। এ কারণে পুরো নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচন কমিশনে গিয়ে এই ভোট বাতিলের দাবি জানিয়ে এসেছেন। তিনি বলেন, সিলেটের ইতিহাসে এই প্রথম নজিরবিহীন ভোট কারচুপির দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। পুনরায় তিনি ভোট গ্রহণের দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর