বিদ্যুৎ-পানির বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বুধবার (১১মার্চ) বিকালে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কের মূল ফটকের সামনে এ বিক্ষোভ করে দলটির খুলনা জেলা ও মহানগর শাখা।
সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যমুল্য ঊর্ধ্বমূখী অস্থিতিশীল। এরমধ্যে হঠাৎ বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। বাজার মনিটরিংয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বিদ্যুৎ-পানির বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
একই সাথে খুলনার আলিম জুটমিল শ্রমিকদের বকেয়া পাওয়া ও মজুরি পরিশোধের দাবি জানান তারা।
বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পার্টির জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপঙ্কর সাহা দিপু, কমরেড অ্যাড. মিনা মিজানুর রহমান, শ্রমিক নেতা খলিলুর রহমাসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দরা।