ইভিএমের ফলাফল: সিলেটে বিএনপি ও রাজশাহীতে আ.লীগ বিজয়ী

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 06:39:17

ঢাকা: ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া কেন্দ্রগুলোর ফলাফলে সিলেটে বিএনপি প্রার্থী ও রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছে।

নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া দুই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের তুলনায় দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা স্কুল এ্যান্ড কলেজের দুই কেন্দ্রে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৩শ’ ৯ ভোট। অপরিদকে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৬৬ ভোট। এই দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫১৩। ভোট দিয়েছেন দুই হাজার ২৫৪ জন।

অন্যদিকে রাজশাহীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট নেওয়া দুই কেন্দ্রে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের তুলনায় প্রায় তিনগুণ ভোট পেয়েছেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন।

দুই কেন্দ্রে লিটনের নৌকা প্রতীকে পড়েছে এক হাজার ৪২৪ ভোট। আর বুলবুলের ধানের শীষে পড়েছে ৪৮৯ ভোট।

এর বাইরে ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ১১ ভোট। গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ ‘হাতি’ প্রতীকে পেয়েছেন ৬ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান ‘কাঁঠাল’ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৩ ভোট।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বিবি হিন্দু অ্যাকাডেমিতে দু’টি কেন্দ্র স্থাপন করে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। একটি কেন্দ্র নারীদের, অন্যটি পুরুষের।

৩ হাজার ৩৮৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৯৬৬ জন ভোটার।

এ সম্পর্কিত আরও খবর