প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটে বর্ণিল আয়োজন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 16:22:14

রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট। বর্ণিল আয়োজনে প্রায় সহস্রাধিক শিশু-কিশোর ও শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টায় রংপুর নগরীর আজিজুল্যাহতে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ভাষা আন্দোলন সংগ্রাম থেকে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী আত্মজীবনী শিক্ষার্থীদের কাছে তুলে ধরে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেন অতিথিরা।

এতে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউডের প্রধান শিক্ষক শাহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- রংপুর সিটি করপোরেশনের স্কুল ইন্সপেক্টর (এসআই) এলাহি ফারুক, তামপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আলী মিঞা, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মিয়া, রফিকুল ইসলাম, প্রফুল্ল সরকার, শফিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউডের পরিচালক আব্দুস সোবহান মিয়া।

বর্ণিল এ আয়োজনে ৪৪টি ইভেন্টে অংশ নেওয়া শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানের ২০১৮ ও ২০১৯ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ক্ষুদে শিশু-কিশোররা।

এ সম্পর্কিত আরও খবর