‘শুধু টাকা দেখে মেয়ে বিয়ে দেবেন না’

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 14:06:50

শুধু টাকা দেখেই মেয়ের বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরীর পোর্ট কানেক্টিং রোডে পিসি পার্ক কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার সকালে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, আমরা শুধু টাকাওয়ালা ছেলে দেখে মেয়ের বিয়ে দিচ্ছি। শুধু টাকা থাকলেই আর কোনো চরিত্রগুণ বিবেচনা করা হচ্ছে না। ছেলে কীভাবে এত টাকা-পয়সার মালিক হলো, কী কাজ করে, কোনো চাকরি-বাকরি করে কিনা ক্ষেত্র বিশেষে এ পরিচিতিও বাদ দেন অভিভাবকরা। এরপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই সেই ছেলের গোমর ফাঁস হয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে দেখা দেয় ভুল বোঝাবুঝি। বাড়ে পারস্পরিক দূরত্ব। অনেক সময় স্বামীর খারাপ চরিত্রের প্রতিবাদ করতে গিয়ে স্ত্রীকে নির্যাতনের শিকার হতে হয়। সিটি করপোরেশনে এসব কারণেই বিবাহ বিচ্ছেদের মামলা বাড়ছে। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। মেয়র নির্বাচিত হওয়ার পর দেখলাম পারিবারিক সম্পর্কগুলো এখন আর আগের মতো টিকছে না। চট্টগ্রাম সিটি করপোরেশনে উল্লেখযোগ্য হারে বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা বেড়েছে। যা উন্নত সমাজ গড়ার ক্ষেত্রে অন্তরায়। কাউন্সিলর এসএম এরশাদ উল্লাহের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেনÑ আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর এইচ এম সোহেল, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমদ মিন্টু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর