বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে যুক্তরাষ্ট্র গর্বিত: পম্পে

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:15:43

বাংলাদেশের প্রথম নিজস্ব যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের ঘটনায় অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সোমবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে তিনি এই কথা বলেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও মহাকাশ অভিযানে সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ২০১৮ সালের ১১ মে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্সের সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯-এর মাধ্যমে স্যাটেলাইটটি ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছার জন্য এটি উৎক্ষেপণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর