নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কাজ করব: শাহাদাত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-22 02:34:58

চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচিত হলে নগরবাসীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেব।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর ভোটারদের মাঝে প্রায় ৬০ শতাংশ ভাড়াটিয়া। ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করব। গণপরিবহনের জন্য উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের পিতা নয়, সেবক নির্বাচিত করুন। আমি আপনাদের সেবক হয়ে সুখ দুঃখে পাশে থাকব। আমি আপনাদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম উপহার দেব।

গণসংযোগটি সল্টগোল ক্রসিং হয়ে ঈশান মিস্ত্রিহাট, পুরাতন ডাকঘর, নিচিন্তপাড়া, বাকের আলী ফকিরের টেক, ওমর শাহ্ পাড়া, কলসি দিঘি, ইপিজেড, ঝনক প্লাজাসহ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ,  ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর