মুজিব থেকে যাত্রা শুরু সজিবের কাছে আমরা পৌঁছে গেছি

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 12:37:34

সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, মুজিব থেকে যাত্রা শুরু সজিবের কাছে আমরা পৌঁছে গেছি। 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গাজীপুরের প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটির নাম রাখা হয়েছে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র। মঙ্গলবার (৩১জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গাজীপুরের তেলিপাড়ার গ্রাউন্ড স্টেশনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১টা ৫৫ মিনিটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মুজিব থেকে যাত্রা শুরু সজিবের কাছে আমরা পৌঁছে গেছি। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বঙ্গবন্ধুর ভাষায় আমাদের কেউ দাবায় রাখতে পারবা না।

একইসঙ্গে বেতবুনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বেতবুনিয়ার ভূ-উপগ্রহটিও সজীব ওয়াজেদের নামে রাখা হয়। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বেতবুনিয়ায় এটি প্রতিষ্ঠা করে গেছে। দুই দশক অশান্তি ছিল। সরকারে এসে আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি। বঙ্গবন্ধু এ ভূ- উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করে গেছেন। আর সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে আজ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রতিষ্ঠা হয়েছে।

সব ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর