চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

জেলা, জাতীয়

কোর্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:48:55

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আগামী ৭ আগস্ট পর্যন্ত জামিন বৃদ্ধি করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ জুলাই) পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষপটে এ আদেশ দেন।

এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করতে পারেনি কারাকর্তৃপক্ষ। খালেদার জামিন বৃদ্ধির  চেয়ে শুনানি করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। একই সঙ্গে অপর দুই আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্না আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষের আইনজীবী এই মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন ।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৭ আগস্ট  দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

 

এ সম্পর্কিত আরও খবর