‘বঙ্গবন্ধুর মতো নেতার কারণে বাংলাদেশ ধন্য'

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-30 18:27:54

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উৎসব অর্থবহ হবে যখন বঙ্গবন্ধুর আদর্শ আমরা লালন করতে পারব। বঙ্গবন্ধুর মতো নেতার কারণে বাংলাদেশ ধন্য।’

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় সিলেট নগরের রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে ‘আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন অ্যান্ড মিডওয়াইফারি (বিএনএ) সিলেট জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন বাংলাদেশ ও বিশ্বের মানচিত্রে একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। দেশ স্বাধীনের পর কেউ বিশ্বাসই করতে পারেনি যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। মুসলিম রাষ্ট্রগুলো আমাদেরকে সমর্থন করেনি। কারণ, তারা মনে করতো আমরা স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষা করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা এই দেশকে আত্মনির্ভরশীল করেছেন। তাই শেখ হাসিনার পক্ষে আমি তিনটি স্লোগান তৈরি করেছি। শেখ হাসিনার মন্ত্র করব আমরা রপ্ত - আমার চাকরি আমি দেব, চাইলে চাকরি তোমায় দেব - দক্ষ হয়ে করব কাজ, দখল করব বিশ্ব বাজার।’

সিলেট-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে মুজিববর্ষের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই আয়োজন অবশ্যই একটা বিশেষত্ব বজায় রাখে। কারণ তারা শুধু নিজেরা না করে প্রতিদিন একটি পেশাজীবী সংগঠন দিয়ে অনুষ্ঠান করাচ্ছে। তাই এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন অ্যান্ড মিডওয়াইফারি (বিএনএ) সিলেট শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সম্পর্কিত আরও খবর