আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 18:28:14

সভার: আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে কয়েকশ শ্রমিক।

মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে জামগড়া এলাকার মেসার্স বাঁধন করপোরেশন লিমিটেড নামের কারখানার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, চলতি বছরের জুন মাসের বেতন বকেয়া থাকায় জুলাই মাসের মাঝামাঝি সময় তারা কর্মবিরতি পালন করে। পরে গত ১৯ জুলাই কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ, কারখানাটির মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এতে ৩০ জুলাই বেতন পরিশোধের লিখিত ঘোষণা দেওয়া হয়। কিন্তু গতকাল বেতন না দিয়ে ৩১ জুলাই থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ পালিয়ে যায়।

এ ঘটনায় কয়েকশ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।

এ সম্পর্কিত আরও খবর