হত্যা মামলায় এক পরিবারের চারজনের যাবজ্জীবন

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 02:28:19

খুলনা: খুলনার রূপসার উপজেলার নৈহাটী গ্রামের খুলনার রূপসা উপজেলার দিনমজুর ফজলু (২৭) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদণ্ডাদেশও দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন, রূপসা উপজেলার নৈহাটী পুর্ব পাড়ার মৃত মোকাম শেখের ছেলে ইসহাক শেখ (৬০), ইছাহাক শেখের স্ত্রী চেলী বেগম ওরফে সেলিনা বেগম (৫০), তার ছেলে আনিস শেখ (৩০) ও ইউনুস শেখ (৩৫)।

উল্লেখ, জমিজমা সংক্রান্তের জের ধরে ২০০৩ সালের ২৩মার্চ সন্ধ্যায় নৈহাটী পুর্বপাড়ার রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর ফজলুকে হত্যা করা হয়। নিহত ফজলু ওই এলাকার মৃত আফসার শেখের ছেলে। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে রূপসা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর