পোশাক কারখানাগুলোতে করোনার প্রভাব পড়েছে: শিল্পমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 08:20:24

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন, ‘শুধু চীন নয়, বাংলাদেশসহ সারা বিশ্ব বাজারে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। এছাড়া বাংলাদেশের পোশাক কারখানাগুলোতেও করোনার যথেষ্ট প্রভাব পড়েছে।’

রোববার (১৫ মার্চ) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ধামরাই বিসিক শিল্প নগরীর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘চীন থেকে গার্মেন্টস কারখানাগুলোর উৎপাদনে যে কাঁচামাল আমদানি করা হতো তা করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা পুরো বিশ্বের সমস্যা।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে উৎপাদনের জন্য দেশীয় যে কাঁচামাল রয়েছে সেগুলো দিয়ে কারখানা মালিকরা উৎপাদন করবে। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের কাঁচামাল দিয়ে উৎপাদন চালিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘চীনে করোনাভাইরাস জনিত সমস্যা ধীরে ধীরে কমছে। স্বাভাবিকভাবে এটা দীর্ঘদিন চলতে পারে না। এই দুর্যোগ স্থায়ী নয়, আশা করছি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।’

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবিরসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯ একর জমির উপর ধামরাই বিসিক শিল্প নগরীর মধ্যে ১০৪টি শিল্পপ্লট ও ৭২টি শিল্প ইউনিট রয়েছে। এই নগরীতে সাড়ে ৪ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর