সিলেটে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে চারটায় নগরের রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তার বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ৭২ এ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠিত করে যান। সংবিধানে ৭২ সালে যে ধারা ছিল, এখন পর্যন্ত সেই ধারা অনুযায়ী আইনজীবীদের সনদ দেওয়া হয়। আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার বঙ্গবন্ধু সংবিধানে নিশ্চিত করে গিয়েছিলেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু আইনের ছাত্র ছিলেন, তাই আইনজীবী হিসেবে আমরা গর্বিত। তিটি ৩৫টি আইন জারী করে গিয়েছিলেন। সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম রবিউল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ, সিলেট জেলা জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল দ্বৈতস্বর পাঠশালা, নাট্যম, নজরুল সংগীত শিল্পী পরিষদ। একক পরিবেশনায় ছিলেন খোকন ফকির, সুগ্রিয় দে, প্রদীপ মল্লিক প্রমুখ।