করোনাভাইরাস রোধে লিফলেট বিতরণ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 09:51:44

করোনাভাইরাস রোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে রোভার স্কাউট। আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান করছে তারা।

রোববার (১৫ মার্চ) বিকেলে রংপুর নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু করে রোভার স্কাউট।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রংপুর জেলা রোভার লিডার হাবিবুর রহমান ও যুগ্ম সম্পাদক মহাদেব কুমার গুন।

কার্যক্রমের প্রথম দিনে নগরীর ৮টি পয়েন্টে রোভাররা ৮টি গ্রুপে বিভক্ত হয়ে জনসাধারণের মাঝে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন।

এতে কারমাইকেল কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর আইডিয়াল ইনস্টিটিউটের রোভাররা অংশ নেন।

পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি এলাকায় করোনাভাইরাস রোধে এ ক্যাম্পেইন করা হবে বলে জানান জেলা রোভার লিডার হাবিবুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর