ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ (ডিএনসিসি) সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ আগামী বুধবার (১৮ মার্চ) থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের হাম-রুবেলা টিকা বিনামূল্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো মোমিনুর রহমান মামুন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে গুলশান-২ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এ কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির দশটি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ১৮মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।’
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে এই টিকা স্কুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারিভাবে আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি। পেলে আমরা নতুন পরিকল্পনা নেব।’
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আবদুল হাই প্রধান বলেন, ‘বিশ্বের অনেক দেশে করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে, সে তুলনায় আমাদের দেশ কিছুটা ভালো আছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে করতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে এ টিকা প্রদান করতে গিয়ে বড় ধরনের কোনো সমাবেশ যেন না হয়।’
এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য সহকারী মো. আলাউদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে আমাদের মাঠ পর্যায়ের প্রস্তুতি শেষ। কর্মসূচি শুরুর অনেক আগে থেকেই আমাদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি সরকারের এই কার্যক্রম সফল হবে।’