শিক্ষার্থীদের অবশ্যই বাড়িতে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-08 21:36:07

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার এই সময়ে শিক্ষার্থীদের অবশ্যই বাড়িতে থাকার বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করলেই নয়, ছুটির দিনগুলোতে শিক্ষার্থীদের অবশ্যই বাড়িতে থাকতে হবে। স্কুলে থাকছি না মানে এই নয় যে, পার্কে যাব বা বেড়াতে না যাব। শিক্ষার্থীদের বাড়িতে থাকার বিষয়টি অবশ্যই অভিভাবকদের নিশ্চিত করতে হবে।

শুধু স্কুল বন্ধই নয়, অবশ্যই সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান ডা. দীপু মনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। শুধু চীনেই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০, দেশটিতে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

এ সম্পর্কিত আরও খবর