রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী বাংলাদেশ

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:56:03

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্রসচিব সচিব মো. শহীদুল হক মঙ্গলবার (৩১ জুলাই) হোটেল সোনারগাঁয়ে মানবাধিকার কমিশনের আয়োজনে 'রোহিঙ্গা সমস্যা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবাধিকার' বিষয়ক সেমিনারে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সামনের সপ্তাহে মিয়ানমার সফরে যাবেন। সেখানে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার কি ব্যাবস্থা গ্রহণ করেছে তা দেখে আসবেন।

তিনি নিজে সরজমিনে গিয়ে পরিস্থিতি দেখে আসবেন। সহায়ক পরিবেশ তৈরি হয়ে গেলে প্রত্যাবাসন দ্রুততার সঙ্গে শুরু হবে বলে আশা করি। বেশ কিছু নাম যাচাই-বাছাই হয়ে গেছে। আমার মনে হয়, দ্রুত প্রত্যাবাসন শুরু হবে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সভাপতির বক্তব্যে বলেন, রোহিঙ্গা ওপর যে নির্যাতন হয়েছে তা গণহত্যার সামিল। এভাবে কেউ গণহত্যার মত অপরাধ করে পার পেয়ে যাবে তা হতে পারে না। যারা ঘৃণ্য অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আদালতে এ অপরাধীর বিচার করতে হলে সবার আগে তথ্য ও প্রমাণ জোগার করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর