লিবিয়া ও সুদানে মানবপাচার হচ্ছে

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:26:48

ঢাকা: সম্প্রতি লিবিয়া ও সুদানে মানুষ পাঠানোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই দুই দেশে মানবপাচার ঠেকানোকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার (৩১ জুলাই) সকালে এক আন্তঃমন্ত্রনালয় সভা অনুষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে।

মানব পাচার প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদার। সভায় সুদান, লিবিয়া ও মিশরে কর্মী প্রেরণের ক্ষেত্রে ভিসা যাচাই-বাছাইয়ে কঠোর সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত হয়।

এছাড়াও ভিজিট ভিসার নামে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য থেকে যাওয়া বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনেরও জন্যে বলা হয়।

সভাপতির বক্তব্যে সচিব বলেন, অভিবাসনের নামে কোন কর্মী যেন পাচার না হয় সে বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও দপ্তর বা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর এবং সংস্থার কর্মকর্তাদেরকে সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, কাজের ভিসার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটি ধাপই অধিকতর গুরুত্বের সাথে দেখতে হবে। লিবিয়া এবং সুদানে মানব পাচার চক্র গড়ে ওঠার খবরের প্রেক্ষিতে আয়োজিত এ সভায় সকলকে স্ব স্ব স্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।

শ্রম অভিবাসনের নামে মানব পাচার প্রতিরোধ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল, ডিআইজি (এসবি) এবং এস এস ইমিগ্রেশনসহ বাংলাদেশ পুলিশ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর