ময়মনসিংহে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-28 02:33:41

ময়মনসিংহে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরের সার্কিট হাউজ মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ১০০ বার তোপধ্বনি ও ১০০ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

এ সম্পর্কিত আরও খবর