প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 10:19:26

করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতির কারণে ঘাটতির শঙ্কায় প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাণিজ্যমন্ত্রীর আহ্বানের কথা জানিয়ে বলা হয়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করার প্রয়োজন নেই।

এ সম্পর্কিত আরও খবর