মহানায়কের জন্মক্ষণে বর্ণিল আকাশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 04:30:11

স্বাধীন বাংলাদেশের স্থপতি মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষে আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠেছে সারা দেশের রাতের আকাশ। 

হাজারো রঙের খেলায় চাঁদের আলোও যেন খানিকটা সময় ম্লান হয়ে গিয়েছিল

মুহুর্মুহু আতশবাজির ঝলকানি, হাজারো রঙের খেলায় চাঁদের আলোও যেন খানিকটা সময় ম্লান হয়ে গিয়েছিল। এ যেন রাতের আকাশে রঙের ছোঁয়া।

আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে সোরাওয়ার্দী উদ্যানের আকাশ

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে সারাদেশব্যাপী মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মুজিব বর্ষের ক্ষণগণনায় আলোকজ্জ্বল আকাশ

এ সময় আকাশে আতশবাজির আলোর ঝলকানি আর ফানুসের আলোয় রঙিন হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ। একশ বছর পর এ যেন মহানায়কের আবারও রাজস্যিক প্রত্যাবর্তন।

সোরাওয়ার্দী উদ্যান আলোয় আলোকিত

আতশবাজির এই উৎসব দেখার জন্য ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে, ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও জাতীয় সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা গেছে ৷ নিরাপত্তার কারণে ভেতরে প্রবেশ করতে না পারলেও চারপাশ ঘিরে প্রচুর মানুষ রয়েছে। ছয় মিনিটের একটু বেশি সময় ধরে আতশবাজি ফোটানোর পর শুরু হয় মূল পর্ব ‘মুক্তির মহানায়ক’।

এ সম্পর্কিত আরও খবর