বঙ্গবন্ধুর জন্মক্ষণে আলোকিত হলো বন্দর নগরীর আকাশ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-30 08:11:06

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষে আতশবাজি ও ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠে বন্দর নগরীর আকাশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় নগরীর এ ম আজিজ স্টেডিয়ামে জাতির পিতার জন্মক্ষণে আতশবাজি ও ফানুস উড়ানো উদ্ধোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ফানুস উড়ানো হয়

এরপর, ২৩৫টি ফানুস ও ৪ শতাধিক আতশবাজি ফুটানো হয়। এসময় আতশবাজির আলোর ঝলকানি আর ফানুসের আলোয় রঙিন হয়ে উঠে আকাশ।

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, শুধু এম এ আজিজ স্টেডিয়াম নয়, চসিকের বিভিন্ন ওয়ার্ডেও এ ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে ১০০ আতশবাজি ও ১০০ ফানুস উড়ানো হবে।

আকাশে আলোর ঝলকানি

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, চসিকের প্রধান নির্বাহী শামসৌদ্দহা, মুক্তিযুদ্ধা দিদারুল আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর