সংসদ এলাকায় আলোর ঝলকানি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:46:21

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোকসজ্জা, আতশবাজি ও বর্ণিল ফানুষ ওড়ানো উপভোগ করেছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) ঠিক রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে জাতীয় সংসদ ভবনের আলোকসজ্জা দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন হাজারো শিশু-বৃদ্ধ, নর-নারী।

এদিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনকে বর্ণিল আলোয় সাজানো হয়েছে। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, লুই আই কানের অনন্য সৃষ্টি সংসদ ভবনের অপরূপ রূপে মুগ্ধ হয়ে আছেন সমবেতরা।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বর্ণিল সাজে সংসদ ভবন  

কথা হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল শিক্ষার্থীর সঙ্গে। তারা ধানমণ্ডি থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছেন আলোকসজ্জা দেখতে। তাদেরই একজন মোহাম্মদ সানি বার্তা২৪.কমকে বলেন, বন্ধুদের সাথে মুজিব বর্ষের এই আলোকসজ্জা আর আতশবাজি উপভোগ করতে এসেছি। বেশ ভালো লাগছে এখানে এসে। জাতির পিতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এসে গর্বিত আমরা।

সপরিবারে আসা সাইফুল ইসলাম বলেন, নিজের সন্তানদের এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী করতে এখানে নিয়ে এসেছি।

বন্ধুদের সঙ্গে আসা এক শিক্ষার্থী বলেন, সরকার অন্যান্য ক্ষেত্রের মতো বিদ্যুৎ উৎপাদনেও রেকর্ড করেছে। দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তাই এই আলোকোৎসব বেশি উপভোগ্য হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর