করোনাভাইরাসের জীবাণু থাকতে পারে, এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিলেটে ২৯০ প্রবাসীকে সঙ্গরোধে রাখা হয়েছে। এর মধ্যে ২৮৯ প্রবাসীকে বাড়িতে এবং নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক প্রবাসী নারীকে সঙ্গরোধে রাখা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত কয়েকদিনে বিদেশফেরত সবাইকে এখন হোম কোয়ারেন্টাইন রাখা হচ্ছে। এর আগে সিলেটে দুবাই ফেরত এক যুবক ও সৌদি আরব ফেরত এক নারীকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত কুমার জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারীকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি প্রথমে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। ১-২ দিন দেখে তাকে বাসায় পাঠানো হবে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, প্রবাসীদের পর্যবেক্ষণে জেলা স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। যেসব প্রবাসী সিলেট আসছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনের নজরদারি করছে।