খুলনার ফুলতলায় পার্বতীপুরগামী রকেট ট্রেনে কাটা পড়ে শামসুল হক (৫১) নামের এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে ফুলতলাস্থ বেজেরডাঙ্গা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ফুলতলার বেজেরডাঙ্গা রেললাইনের পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলো ব্রাক কর্মকর্তা শামসুল হক।
এসময় একটি অবৈধ রেলক্রসিং থেকে লাইন ক্রস করার সময় পার্বতীপুরগামী রকেট ট্রেনটি তার মোটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি ট্রেনের সাথে লেগে ২০০ মিটার পর্যন্ত যায়। ঘটনাস্থলেই ব্র্যাক কর্মকর্তা নিহত হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অবৈধ ক্রসিংয়ে ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা শামসুল হক নিহত হয়েছেন। সে বাগেরহাট কচুয়ার বাসিন্দা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) মর্গে পাঠানো হয়েছে।