নিরাপত্তা ঝুঁকিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-25 13:16:54

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নিজেদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।

'ইন্টার্ন চিকিৎসক পরিষদ' এর ডাকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে তাঁরা কর্মবিরতি কর্মসূচি শুরু করেন।

পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নূন্যতম নিরাপত্তাহীন অবস্থায় চিকিৎসকদের ওই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার আমরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করে আমাদের দাবি-দাওয়া জানিয়েছি। তবে পরিচালক আমাদেরকে তেমন কোনো আশ্বাসও দিতে পারেনি। ফলে আমরা কর্মবিরতি পালন করছি।

জানতে চাইলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, 'আমি বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তারা পরিচালকের কাছে গিয়েছিলেন, পরিচালক তাদেরকে জানিয়েছে- মন্ত্রণালয়ে এ ব্যাপারে তিনি কথা বলবেন। আশাকরি- মন্ত্রণালয় দ্রুতই ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

এ সম্পর্কিত আরও খবর