ফেস্টুনে স্লোগানে সহপাঠীর বিচার দাবি শিক্ষার্থীদের

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:54:16

বাস চাপায় দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে তিনদিন ধরে অচল ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন বিক্ষোভে, ভাংচুর অগ্নিসংযোগে অচল হয়ে পড়েছে ঢাকার যোগাযোগ ব্যবস্থা।

সহপাঠী করিম ও দিয়ার হত্যাকারীদের বিচার দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীরা পোস্টার ফেস্টুনে নিজেদের দাবি, স্লোগান লিখে এনেছে। যা আন্দোলনে ভিন্নমাত্রা যোগ করেছে।

বার্তা২৪.কম এর ক্যামেরায় ধারণ করা শিক্ষার্থীদের ব্যানার ফেস্টুনের ভাষা একদিকে যেমন উদ্দীপক, অন্যদিকে ব্যাঙ্গাত্নক, বিদ্রুপাত্মক। আন্দোলনে শিক্ষার্থীদের কয়েকটি স্লোগান নিচে তুলে ধরা হলো।

ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার হারের চিত্র পর্যালোচনা করলে বোঝা যায় ঢাকার মানুষের জীবন কতটা অনিরাপদ। সকলে ঘর থেকে বের হলে কেউ জানে না সে বিকেলে সুস্থভাবে ঘরে ফিরবে কি না। কেননা ঢাকার সড়কগুলো যেন মৃত্যুফাঁদ। আর সে বিষয়টি ফুটে ওঠে শিক্ষার্থীদের স্লোগানে, ‘মা তুমি ভেবো না/আমরা ঘরে ফিরবো না।’

দিয়া ও করিমের হত্যার ঘটনায় পরিবহন নেতা ও নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান হেসে হেসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এরপর দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। একপর্যায়ে মন্ত্রী নিজের বিবৃতির জন্য দু:খ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ব্যানার লেখেন, ‘স্বার্থক জনম মাগো; জন্মেছি এই দেশে/ গাড়ি চাপায় মানুষ মরে; মন্ত্রী সাহেব হাসে।’

এদিকে দিয়া ও করিমের হত্যার ২৪ ঘণ্টা পর ঘাতক বাস চালক ও হেল্পারকে আটক করে র‌্যাব-১। তার আগেই শিক্ষার্থীরা স্লোগান লিখে আনে, ‘আমার ভাই কবরে/ খুনিরা কেন বাইরে’

মঙ্গলবার (৩১ জুলাই) শিক্ষার্থীরা বিক্ষোভে রাস্তায় নামলে কোন কোন স্থানে তাদের ছত্রভঙ্গ করতে চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের মারমুখী ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের সচেতন নাগরিক সমাজ।

ছাত্ররা ফেস্টুন বের করে, ‘শিক্ষকের বেতের বাড়ি নিষেধ যে দেশে/পুলিশ কেন গায়ে হাত তোলে সে দেশে’

সরকারের উন্নয়নের চাইতে শিক্ষার্থীরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়। নিরাপদ সড়ক চায়। তাদের এই দাবিগুলো ফেস্টুনে ফুটে উঠেছে, ‘আমরা আকাশে স্যাটেলাইট চাইনা/নিরাপদ সড়ক চাই’, ‘আমরা ৫জি চাই না/ ৫জি গতিতে হত্যাকাণ্ডের বিচার চাই’, ‘লাইসেন্স বিহীন ড্রাইভার চাই না’, ‘বিচার চাই নয়তো মরণ চাই’

শিক্ষার্থীদের দাবির মুখে ‘দ্রুত’ পদক্ষেপ নেওয়া শুরু করে সরকার। ঘাতক ড্রাইভার, হেল্পারকে আটক করে তদন্ত শুরু হয়েছে, ঘাতক বাস ‘জ্বালে নূরের রুট পারমিট’ বাতিল করা হয়েছে, গণ পরিবহন নীতিমালা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে, সরকারের উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত কাজ শুরু করেছে তখন শিক্ষার্থীরা জোর দাবি তুলেছে, ‘উই ওয়ান্ট জাস্টিস।’

আর সবশেষে যেকোনো আন্দোলনে ‘ভিলেন’ থাকে মিডিয়া। এবারো তার ব্যতিক্রম হয় নি। তাই তো এক শিক্ষার্থী গলায় ব্যানার ঝুলিয়েছে, ‘হলুদ সাংবাদিক’।

এ সম্পর্কিত আরও খবর