দেশে পৌঁছেছে ২৩ কফিন, নেয়া হচ্ছে আর্মি স্টেডিয়ামে

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-26 16:04:26

কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহবাহী বাংলাদেশ বিমান বাহিনীর প্লেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সোমবার (১৯ মার্চ) বিকেল ৪টা ০৫ মিনিটে প্লেনটি শাহজালালে অবতরণ করে। তাদের গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। কিছুক্ষণ পরেই কফিনগুলো নিয়ে যাওয়া হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। পুরো আর্মি স্টে‌ডিয়া‌মে শোকের আবহ। আর কিছুক্ষণ পরেই এখানে নামাজে জানাজা হবে কাঠমান্ডুর ওই প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানো ২৩ জনের। ৩৯ সা‌রি মানুষ তা‌দের জানাজায় যোগ দেবেন। সা‌ড়ে ৪শ’ ফুট লম্বা এ‌কেকটা সারি। সোমবার (১৯ মার্চ) বাংলাদেশ বিমান বাহিনীর প্লেন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে সেখান থেকে আর্মি স্টেডিয়ামে আনা হবে ২৩ কফিন। এই কফিনের অপেক্ষায় স্টেডিয়ামে আগে থেকেই উপস্থিত ২৩ জনের স্বজনেরা। তাদের কান্না ভারী করে তুলেছে স্টেডিয়া‌মের আকাশ-বাতাসকে। গুমরে গুমরে কেঁদে উঠে তারা যে বেদনা প্রকাশ করছেন, তাতে যেন বি‌দীর্ণ হচ্ছে পুরো দেশের হৃদয়। আর্মি স্টেডিয়ামে কফিনগুলো রাখার জন্য সাদা গ্ল্যাডিওলাস আর লাল গোলাপে মঞ্চ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন নিহতদের আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মীরা। বিমানবন্দরে বর্তমানে মরদেহগুলোকে ফ্রিজিং গাড়িতে নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মরদেহগুলো নিয়ে গাড়ি বিমানবন্দর থেকে আর্মি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া নেপালে বিমান দুর্ঘটনায় আহত অ্যানি ও মেহেদি আর্মি স্টেডিয়ামে জানাজায় অংশ নিতে গেছেন। জানাজা শেষে কফিনগুলো আত্মীয়দের বুঝিয়ে দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর