করোনাভাইরাসের আতঙ্ককে কাজে লাগিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যের দাম বৃদ্ধি রোধ করতে খুলনায় বাজার মনিটরিং শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খুলনার বড় বাজারে মনিটরিং করেছেন জেলা প্রশাসক।
মনিটরিংকালে বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলাসহ কাঁচাবাজার ঘুরে দেখেন ও দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক হেলাল হোসেন।
এছাড়া সর্বসাধারণকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল-ডাল-তেল-লবণ ও পেঁয়াজ সংগ্রহ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।
বাজার মনিটরিং অভিযানে জেলা প্রশাসকসহ জেলা আনসার ব্যাটালিয়ন অংশ নেয়।