সরকারি খাল উদ্ধার করলেন ইউপি চেয়ারম্যান

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:23:48

সাভার: সাভারে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার চার কিলোমিটার খাল উদ্ধার করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

এলাকাবাসী জানায়, গত কয়েক বছর আগে হেমায়েতপুর এলাকায় জয়নাবাড়ি খাল দখল করে বিভিন্ন দোকানপাট ও ঘর নির্মাণ করে সাধারণ মানুষকে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন প্রভাবশালীরা। খালটি দখল করার কারণে ওই এলাকায় সামান্য বৃষ্টি হলে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এলাকাবাসী বিষয়টি তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরকে জানালে তিনি বুধবার দুপুরে ভেকু দিয়ে দোকানপাট ও বাড়ি ঘর উচ্ছেদ করে খালটি উদ্ধার করে। খালটি প্রভাবশালীদের থেকে দখলমুক্ত করায় চেয়ারম্যানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর জানান, পর্যায়ক্রমে হেমায়েতপুর এলাকায় সব সরকারি খাল উদ্ধার করা হবে। খাল দখলকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

খাল উদ্ধারে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ইউপি সদস্য আলমাস মোল্লা ও স্থানীয়রা।

এ সম্পর্কিত আরও খবর