পীরগঞ্জে হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 08:50:02

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে রংপুরের পীরগঞ্জে সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। বার্তা২৪.কমকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএমএ মমিনেএ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে পীরগঞ্জে গঠিত কমিটি জরুরি সভা করে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও যেখানে জনসমাগম ঘটে এমন স্থান পরিহারের জন্য সবাইকে অবগত করা হয়েছে।

শুক্রবার থেকে পীরগঞ্জ সদর উপজেলার ছোট বড় সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে কতদিন বন্ধ থাকবে তা নির্ধারণ করা হয়নি।

ইউএনও বলেন, বিয়ে-সাদী, ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠান যেখানে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান পরিহারের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবগত করা হয়েছে বলেও জানান টিএমএ মমিন।

এদিকে ইউএনও টিএমএ মমিনকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনকে সদস্য সচিব করে করোনাভাইরাস রোধ ও জনসচেতনতা বাড়াতে পীরগঞ্জে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ওই কমিটির সদস্য সচিব ডা. রুহুল আমিন জানান, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার আগেই আমরা জনগণকে সচেতন করতে উপজেলার সকল পর্যায়ের প্রতিনিধির সমন্বয়ে সভা করে কমিটি গঠন করেছি। পাশাপাশি এই ভাইরাসপ্রতিরোধে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠানগুলোও পরিহার করার জন্য আহ্বান জানিয়েছি।

উপজেলা সদরের ক্যাফে অনন্যার স্বত্বাধিকারী পলাশ মিয়া বলেন, ইউএনও সাহেব হোটেলে এসে শুক্রবার থেকে হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর