খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর সড়কের মহিখালি বাজার নামকস্থানে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অনুপম মন্ডল নামের একজন (৩০) নিহত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনুপম মন্ডল ডুমুরিয়া রাজনগর এলাকার সাধু মন্ডলের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, স্থানীয় শরাফপুর সড়কের মহিখালি বাজারে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে অনুপম নামের এক ব্যক্তি। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।