ডিআরইউ কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক বিতরণ

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-06 20:27:01

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাস্ক দিয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা, পরিচ্ছন্নতাকর্মী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মোস্তফা অ্যান্ড কোং।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে ডিআরইউর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, কার্যনির্বাহী সদস্য এস এম মিজান, মোস্তফা অ্যান্ড কোং-এর ব্যবস্থাপক মো. আরাফাত হোসাইন ভূইয়া, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য রফিক রাফি, রেজাউল করিম প্লাবন ও মুনিফ আম্মার।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আরাফাত হোসাইন ভূইয়া বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মানুষের মাঝে ব্যাপকভাবে সচেতনতা প্রয়োজন। মানুষ সচেতন হলে এ ভাইরাস আমাদেরকে কাবু করত পারবে না। সেজন্যই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

এর আগে রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত সহস্রাধিক কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সংবাদকর্মীসহ সর্বস্তরের মাঝে এ সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর