চট্টগ্রাম থেকে: করোনাভাইরাসের অজুহাতে পেঁয়াজ-রসুনের দাম বৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এ সময় ব্যবসায়ীদের দেশের এ সংকট মোকাবিলায় পাশে থাকার আহ্বান জানানো হয়।
শনিবার (২১ মার্চ) দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন পাইকারি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে সিএমপি।
সিএমপির উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে, এডিসি আব্দুর রউফ, কোতয়ালী জোনের এসি নোবেল চাকমা, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় করোনাভাইরাসের কারণে দাম বৃদ্ধি না করতে সতর্ক করা হয়। পাশাপাশি দেশের এতো বড় সংকটে পাশে থাকার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।
উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগের ভিত্তি আমাদের এ অভিযান। যাতে কোনো ব্যবসায়ী পণ্য মজুদ বা দাম বৃদ্ধি না করতে সতর্ক করা হয়েছে। তারপরও যদি কেউ দাম বৃদ্ধি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’