আপাতত কলকারখানা বন্ধ হবে না: শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:31:12

করোনাভাইরাসের কারণে আপাতত শিল্প কলকারখানা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন৷

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া বড় কথা নয়। স্কুল-কলেজ-ফ্যাক্টরি বন্ধ করে দিলে তো সবাই তো গ্রামে যাবে; সেখানেও ছড়াবে। ডেঙ্গু কিন্তু প্রথমে ঢাকাতেই সীমাবদ্ধ ছিল, ডেঙ্গু ছড়িয়ে পড়লো যখন ঈদ এলো, প্রত্যেকে গ্রামে গেল, তখন সারাদেশে ছড়িয়ে পড়লো।

তিনি বলেন, কারখানা বন্ধ করে দিলে করোনা থেকে রক্ষা পাবো না। তবে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে শ্রমিক কল্যাণ ফান্ড থেকে শ্রমিকদের জন্যে সহায়তা আরও বাড়বে। শ্রমজীবীরা সচেতন হই, সবাই মিলে এই দুর্যোগ মোকাবিলা করবো৷

শ্রমিক নেতাদের একাংশ গার্মেন্টস খোলা রাখার পক্ষে সভায় মত দেন।

সভায় উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ৷

এ সম্পর্কিত আরও খবর