নিরাপদ সড়কের দাবিতে খুলনাতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

খুলনা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 07:08:57

খুলনা:নিরাপদ সড়কের দাবিতে ও ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সা‌ড়ে ১১টায় শহরের শিববাড়ী মোড়ে এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের কাছে ১৫ দফা দাবি জানায়।

১৫ দফা দাবির মধ্যে আছে, ঘাতক ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তির জন্য আইন সংশোধন করা, শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা, সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাতে স্পিডব্রেকার দেওয়াসহ অন্যান্য।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী রাসেল মাহমুদ, সুদ্বীপ কুমার, সোহানুর বাবুল প্রেম, ফাতেমা তুজ জোহরা, বন্যা, শামীম, মুজাহিদুল ও কিশোর কুমার বাড়ৈ প্রমুখ।

বক্তারা বলেন, নয় দফা দাবির উপরে আমাদের পূর্ণ সমার্থন রয়েছে। সেই সাথে আমরা ১৫ দফা দাবি জানাচ্ছি, প্রত্যেকটি দাবি যৌক্তিক। সরকারকে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর