হযরত শাহজালাল (রহ:) এর ৬৯৯তম ওরস শুরু

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:27:05

সিলেট: সিলেটে হযরত শাহজালাল (রহ:) এর মাজারে দুই দিনব্যাপী ৬৯৯তম বার্ষিক ওরস শুরু হয়েছে। প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ এ ওরস অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে মাজারে গিলাফ চড়ানো হয়। এই কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত। শুক্রবার ভোর রাত ৩টা ১৫ মিনিটে আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সম্পন্ন হবে ওরস।

হযরত শাহজালাল (রহ:) এর ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত,মুরিদ সিলেটে এসে পৌঁছেছেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন, ওরস উপলক্ষে নগরীতে ৪ স্তরের নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর