আসামের তালিকা নিয়ে বাংলাদেশকে উদ্বিগ্ন না হতে বললেন শ্রিংলা

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 22:35:40

ঢাকা: আসামের জাতীয় নাগরিক তালিকা নিয়ে বাংলাদেশকে উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। 

বৃহস্পতিবার ( ২ আগস্ট) সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবাইদুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে কথা বলেন।

শ্রিংলা বলেন, বাংলাদেশের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই তালিকা নিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এ তালিকা তৈরি করা হচ্ছে।

এটি সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম। এটি কোনোও রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের চিন্তার কিছু নেই।

ভারতের আসাম রাজ্য সরকার সোমবার (৩০ জুলাই) জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। এ নিয়ে সেখানের রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর