রংপুরে করোনা চিকিৎসা পরামর্শে হটলাইন চালু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 15:52:24

রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলার আট উপজেলাতে হটলাইন চালু করেছে জেলা প্রশাসন। সর্দি, কাশিসহ চিকিৎসা বিষয়ক পরামর্শ গ্রহণের হটলাইন এর সহযোগিতা নিতে আহবান জানিয়েছে জেলা প্রশাসক আসিব আহসান।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে হটলাইন চালুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরণ করেছে জেলা প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে রংপুরবাসীকে করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করাসহ সরকারি নির্দেশনা মেনে চলতে আহবান জানানো হয়।

এতে বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে চলুন। খুব প্রয়োজন ছাড়া সকল ধরণের সমাবেশ এড়িয়ে চলুন। নিজ বাড়িতে অবস্থান করুন, নিরাপদ থাকুন। মাস্ক ব্যবহার করুন ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। যত্রতত্র হতে প্রদানকৃত ফ্রি মাস্ক ব্যবহার করে প্রতারিত হবেন না। আপনার এলাকায় কোন বিদেশ ফেরত লোক থাকলে তার ফেরত আসার ১৫ দিন পার না হলে নিকটস্থ স্বাস্থ্যকর্মী কিংবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করুন।

রংপুরের আট উপজেলার জন্য জেলা প্রশাসনের চালু করা হটলাইন নম্বরগুলো হলো:

#রংপুর সদর - ০১৭৬২৯৪৯০৯১
#বদরগঞ্জ     - ০১৭৩০৩২৪৭০৯
#গঙ্গাচড়া     - ০১৭৩০৩২৪৭১০
#কাউনিয়া    - ০১৭৩০৩২৪৭১১
#মিঠাপুকুর   - ০১৭৩০৩২৪৭১২
#পীরগাছা    - ০১৭৩০৩২৪৭১৩
#পীরগঞ্জ     - ০১৭৩০৩২৪৭১৪
#তারাগঞ্জ    - ০১৭৩০৩২৪৭১৫

এ সম্পর্কিত আরও খবর