করোনাভাইরাস সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ হতে নাগরিকদের রক্ষার জন্য ময়মনসিংহ সিটি
করপোরেশন এলাকায় ২৪ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ব্যাটারি চালিত অটোবাইক চলাচল বন্ধ থাকবে।